প্রলেপ
ঊষসী ভট্টাচার্য
স্তবকে দাঁড়িয়ে ঢেউ,
তারারা মিছিলে একা,
প্রান্তরে নেপথ্য সেনা
খোলা মাঠে দেখা!
ঊষসী ভট্টাচার্য
স্তবকে দাঁড়িয়ে ঢেউ,
তারারা মিছিলে একা,
প্রান্তরে নেপথ্য সেনা
খোলা মাঠে দেখা!
হেসেছ অবিকল চেনা,
অচেনা মরুতে আলো।
জানে না, খোঁজে না
আজ কেউ নেই ভালো।
অচেনা মরুতে আলো।
জানে না, খোঁজে না
আজ কেউ নেই ভালো।
মিছিলে মুখে
মুখ
সাদা ঠোঁটে লালা,
জবাব উঠেছে এসে,
ঠিক শোনে কালা?
সাদা ঠোঁটে লালা,
জবাব উঠেছে এসে,
ঠিক শোনে কালা?
স্তবকে ধরেছে
ঘুণ
হামা দিয়ে হাঁটি
স্বদেশ হাঁটছে একা
মাটি টাকা -টাকা মাটি!
হামা দিয়ে হাঁটি
স্বদেশ হাঁটছে একা
মাটি টাকা -টাকা মাটি!
ঊষসী ভট্টাচার্যের লেখা কবিতা প্রলেপ এক ভিন্ন স্বাদের ভিন্ন মাত্রার লেখা, যা মনে নাড়া দিল। বর্তমান সময়ের প্রেক্ষাপটে লেখা এই কবিতায় যে দৃশ্য কবি ফুটিয়ে তুলেছেন তা একেবারে বাস্তব। ভবিষ্যতে ওনার আরো লেখা পড়ার ইচ্ছে রইলো।
উত্তরমুছুন