রূপচর্চা - মৌসুমী বিশ্বাস



রূপচর্চা
মৌসুমী বিশ্বাস

উজ্জ্বল ও সুন্দর কোমল ত্বকের জন্য

. শুষ্ক ত্বকের জন্যঃ-      একটা কলাকে পেস্ট করে তারমধ্যে এক চামচ দই আর এক চামচ মধু ভাল করে মিশিয়ে সেই পেস্টটাকে মুখে লাগাতে হবে ১০ মিনিট পর্যন্ত রাখতে হবে তারপর জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলতে হবে
২. তৈলাক্ত ত্বকের জন্যঃ-   দুই চামচ মধু আর তিন চামচ দুধ মিশিয়ে মুখে লাগাতে হবে ১৫ মিনিট পর্যন্ত রাখতে হবে তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে
৩. সাধারন ত্বকের জন্যঃ-   ২ চামচ শশার রস এবং ২ চামচ তরমুজের রস নিয়ে তারমধ্যে ১ চামচ দই এবং ১ চামচ মিল্ক পাউডার মেশাতে হবে এই পেস্টটা মুখে ১৫ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখতে হবে এবং পরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন