অনুপম দাশশর্মা
ধরা দেয় না চাইলেই, তবুও অধরা নয় কোনওমতে
হাওয়ায় হাওয়ায় ভাসে, দেখা দিয়ে যায় দিনে রাতে
ঘোরাফেরা করে সব্বার মাঝে, যা বোঝার বোঝে কবি
ধীরে ধীরে জেগে ওঠে নয়াচর, জীবনের জলছবি..
হে বন্ধু, কেউ কি রাখে খোঁজ
কিভাবে দানা বাঁধে ভাষার উদারতা!
নিষাদ শিকারে সেরা, প্রকৃতি জানে সেটি
বোঝেনা প্রকৃতি, কবির প্রকৃতি
পলক সামলে ভাবের খোলা ঘরে
যখন ডুব দেয়, স্বীকার করে সে কি?
হে বন্ধু, কেউ কি বোঝে রোজ কতটা ছাড়ালে জট
চির প্রেয়সী হয় বনলতা !
নেয় না মেনে কেউ, পিছনে ডাকে ঢেউ ভাললাগার
ভাষার জৌলুসে ধূসর ইচ্ছেগুলো
ঘাত-প্রতিঘাতে যা থাকে অগোছালো
অনামী হাতে সে তো অলঙ্কার..
হে বন্ধু, কেউ কি মানে না
অন্ধকারেরও জাগে ভিন্ন মাদকতা!
ছককাটা গলি, অভ্যেসের পদাবলী সব ঋতুর
তোয়াজের ঝাঁজে যে সব ধূমকেতু নামে
জোরাল প্রচারে তাঁদেরও জেল্লা ঘামে
মাটিতে আঁকড়ে থাকা কিছু শব্দের ঝাঁকা
তবু সত্যে ঠোঁটকাটা
এক সন্ধ্যায় তাঁদের সম্মানে বেনজির একা 'চিলেকোঠা'
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন