কবিতা - দেবযানী বিশ্বাস



স্পর্শ সুখ... দেবযানী বিশ্বাস

কড়ে আঙুল ধরা ছোট্ট হাতটা
কখন আলগা হয়ে যায়
সময়ের পায়ে পায়ে।
ঠাহর হয় না তেমন;
স্মৃতির গন্ধ গায়ে গায়ে।

হাতটা বুঝি নতুনের খোঁজে-
চাঁপাকলি আঙুল,
যত্ন করে পালিশ করা
রঙি, সুন্দর ঝিকিমিকি আংটিতে
গভীর আবেগে পেঁচিয়ে ধরা।

আর তাল মেলাতে আলতো দৌড় নয়;
পাশাপাশি হাঁটার সময়,
পায়ে পা মিলিয়ে
সবুজ ঘাসে, চোরকাঁটা বেঁধা মাঠে,
অথবা নদীপাড়ের গায়ে গায়ে।

তবু পথে নামলেই কি অভ্যাসে
শীর্ণ হাতটি বাড়িয়ে দেয় আঙুল,
অপেক্ষায় থাকে স্পর্শসুখের;
এক বুক আশা নিয়ে
নরম তুলতুলে চেপে ধরা একটা হাতের।

আর আঙুল ধরে না কেউ
স্বপ্নভঙ্গের জল ভরে আসে চোখে;
ধীরে ধীরে গুটিয়ে নিলে আঙুল
হঠাৎ করে কাঁধের 'পরে
হাতটা এসে আঁকড়ে ধরে থাকে।


1 মতামত:

  1. নাম স্পর্শ সুখ কিন্তু এ কবিতা শুধু কিছু শব্দ আর অক্ষরের সমাবেশ না, মনে হোল এ যেন অন্তরের বিষাদ মাখা কিছু অনুভব। মনে মনেই স্পর্শ করলাম দেবযানী বিশ্বাসের অনন্য সুন্দর এ কবিতা।

    উত্তরমুছুন