এসো বৈজয়ন্ত রাহা
আমাকে চাবুক মারো
বুকের ভেতর রেখে দেওয়া সব ছবি
পালটে পালটে দাও |
কখনও ‘হৃদয়’ লিখেছি দেখলেই
পুরোনো মেঘের নীচে তোমার ঐ ছুরি
চালাও |
পড়ুক রক্ত, এই বসন্তে বৃষ্টি ঝরুক
উঠুক বেজন্মা ঝড়,
দুই চোখে সর্বনাশ নিয়ে তবু এসো,
আমার ভীষণ জ্বর |
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন