কবিতা - শমীক জয় সেনগুপ্ত



লক্ষীছাড়া
শমীক জয় সেনগুপ্ত


ল্যাম্পপোস্টে রডের ওপর থামের গায়ে
লক্ষীপেঁচা ছাপ রেখেছে নিজের পায়ে |
আকাশ এখন থমকে থাকে, চমক লাগে-
মেঘের বুকে মুখ লুকিয়ে শুয়েই থাকে শব্দগুলো |
হঠাৎ দেখি নড়েচড়ে হিসেব কষে
লক্ষীছাড়া পকেটখানার আশেপাশে...
শূন্যখানা দিচ্ছে উঁকি |
এখন বুঝি বৃষ্টি নামবে এ পাড়াতে-
লক্ষীপেঁচা উড়ে বেড়ায় নিজের মতন মধ্যরাতে,
আমার এ বুক ভাসিয়ে দিয়ে
অন্য সকল জেহাদি পেট ভুঁখ বুলিয়ে আলতো ছোঁয়ায়
উড়ে গেলো সুদূরপারের লক্ষীমন্ত স্বপ্নগুলো |
সেনসেক্সের সূচক বুঝি চিটফান্ডের বাজার ছুঁল |


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন