শীত-পাগলা বুড়ি
অরুণ চট্টোপাধ্যায়
শীত-পাগল এক বুড়ি
চলছে ধরে নড়ি
দেখছে হাতের ঘড়ি ।
টিক টিক টিক টিক
ঘড়ি চলছে ঠিক
শীতটা বুঝি এবার এল বুড়ি হাসল ফিক
।
নিম্নচাপের
বৃষ্টি
একি অনাসৃষ্টি
ভাসল বুঝি দেশটি ।
তারপরেতে গরম
বুড়ির রাগ তো চরম
শীতকালেতে গরম দেখে হতেই চায়না নরম
।
গলদঘর্ম দিনটা
বেজায় খারাপ মনটা
যায় যে বাপু প্রাণটা ।
টিকটিকিয়ে ঘড়ি
বলল কাঁটা নড়ি
এবার তুমি পারবে দিতে শীতের দেশে পাড়ি
।
হঠাৎ কিনা হাওয়া
উত্তর থেকে ধাওয়া
ছুঁচ ফুটিয়ে যাওয়া ।
শীত-পাগল বুড়ি
খাচ্ছে গড়াগড়ি
যাচ্ছে তখন সেখান দিয়ে আইসক্রিমের
গাড়ি ।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন