কবিতা - দেবাসিস রায়

বেঁচে থাকা
দেবাসিস রায়

যন্ত্রণা সঙ্গে নিয়ে বাঁচি
তবুও থাকি কাছাকাছি
যেভাবে জলকণা হাঁসের ডানায়
অন্ধকারে গভীর রাতে সাঁতরে বেড়ায়...
বা ভোরের কুয়াশামাখা শিউলিতলায়...
লেগে থাকা বালুকার মতো কোন বালিকার পায়

সেভাবেই আছি বা বাঁচি, তোমার পরশ মেখে...
নির্বিকার, নির্লিপ্ত সমাধি, সুখে আর দুখে

চিত্রকল্প মানসীকে দেখি চোখ বুজে,
সালোকসংশ্লেষ ঘটুক মনের সবুজে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন