কবিতা - কিংশুক চক্রবর্তী

ওরে সবুজ
কিংশুক চক্রবর্তী

যখন নিদা দুপুরে
চেয়ে দেখি শাপলা–শালুকের সৃষ্টি
ছানি পড়া চোখেও
উজ্জ্বল হয় তখন নয়নদৃষ্টি।

যখন পড়ন্ত বিকেলে
স্কুল ফেরত এক কচি ছেলে
পিঠের স্কুল ব্যাগ ফেলে
কাদা মাঠে বল পায়ে যায় নেমে
আমার হাঁপানি যায় থেমে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন