কবিতা - বাবিন গাঙ্গুলি

চাঁদের চোঁয়ানো আলোয়
বাবিন গাঙ্গুলি

সামান্য যেটুকু আছে
তাতেও ভাগ বসিয়েছে ফেলে আসা স্মৃতির শিকড়!
খসে গেছে সময়ের পলেস্তারা
কার্নিশটা শুধু দাঁড়িয়ে
জ্যৈষ্ঠের আকাশের মতো ফিকে... রোদ বৃষ্টির দাগ গায়ে নিয়ে
পুবের জানালা থেকে-
হালকা হাওয়ার সাথে ভেসে আসে চাঁদের আলো
ভিড় করে আসে চুপকথা
স্তব্ধতা... আর চাঁদ চোঁয়ানো আলো
গ্রামোফোনে বাজছে এলভিস...
"ওয়াইজ ম্যান সে ওনলি ফুলস রাশ ইন
বাট আই কান্ট হেল্প, ফলিং ইন লভ উইথ ইউ..."
তাকিয়ে থাকি খোলা জানালা হতে বাহিরে -
গাছের ফাঁকে ঘষা ঘষা মেঘে লেগে আছে স্মৃতির পূর্ণিমা
নরম... বড় নরম সে অনুভুতি


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন