কবিতা - শঙ্কর চৌধুরী


তোমায় আমায়
শঙ্কর চৌধুরী


তুমি কল্পিত শাখার চঞ্চল তরুলতা,
তুমি জীবনানন্দের কবিতার বনলতা…
তুমি মেঘলা আকাশের নীল আবরণ
তুমি বৈশাখের ঝরা শ্রাব

তুমি ধু
-ধু মরুভূমির ছোট্ট মরীচিকা
দেখব বলে পাইনি আমি আজ তোমার দেখা
তোমায় দেখব বলে লক্ষ কাজ সারা
হতে কেন চাও তুমি নীললোহিতের নীরা
তাই বুঝি তুমি অন্তহীন
আমি
ক্ষুদ্র দীন
তোমায় আমায় এ কি অপূর্ব মিল।



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন