নক্ষত্রপুঞ্জ
ঊষসী ভট্টাচার্য
ফেনা উড়ে যাচ্ছে আলোয়,
চুমু খাচ্ছে চেনা প্রহরী।
অচেনা প্রান্তর,
ঢেউ বরাবর হাটে!
শহর চড়ে না ঠেলা গাড়িতে!
শহরে আসে না আর কোনো ফিঙে,
ফিরিঙ্গির দল -
একতারা বাজায় এখন,
শিস দেয় গৃহবধূ -
মালতী পিসিরা সাইকেল নিয়ে,
উড়ে যায় আলোকবর্ষে
দোতারা বাজছে রিংটোনে,
আমি ফেরারী আলোয় -
'জোছনা করেছে আড়ি '
আমার বাড়ি?
সিমেন্ট, ইট, দেয়াল আছে!
বসতি কোথাও আছে কি?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন