আমার জীবন
জয় (শমীক) সেনগুপ্ত
আমার এই ছেলেমানুষী জীবন;
তুমি আমার অন্ধকারের বুকে
মুখ লুকিয়ে কার কথাটা ভাবো?
আমার কথা, তাদের কথা
নাকি অন্য কারও-
ভাবনারা সব মিলিয়ে গেলেই
তোমায় ঠিকই পাবো।
তুমি আমার সাঁঝের পিদিম
কাউন্টারের ধোঁয়া-
তুমি আমার শ্রাবণ মেঘে
প্রথম শরীর ছোঁয়া।
তুমি আমায় নিয়েই হাঁটো
তাইতো আমি চলি,
সাতসুরেতে মিশে বেড়ায়
পথের পদাবলী।
জয় (শমীক) সেনগুপ্ত
আমার এই ছেলেমানুষী জীবন;
তুমি আমার অন্ধকারের বুকে
মুখ লুকিয়ে কার কথাটা ভাবো?
আমার কথা, তাদের কথা
নাকি অন্য কারও-
ভাবনারা সব মিলিয়ে গেলেই
তোমায় ঠিকই পাবো।
তুমি আমার সাঁঝের পিদিম
কাউন্টারের ধোঁয়া-
তুমি আমার শ্রাবণ মেঘে
প্রথম শরীর ছোঁয়া।
তুমি আমায় নিয়েই হাঁটো
তাইতো আমি চলি,
সাতসুরেতে মিশে বেড়ায়
পথের পদাবলী।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন