চিলেকোঠা ওয়েবজিন এখন অনেক বেশি সুসংহত। আমাদের সুশান্ত ও আহুতি ফ্রন্টলাইন সামলাচ্ছেন দুরন্ত ভালো, পাশে রয়েছেন আমাদের দাদা-দিদিরা - অলোক চৌধুরী, মিত্রা বসু ঘোষ, সুমিতরঞ্জন দাস। চিলেকোঠা ওয়েবজিন নিয়মিত প্রকাশ হচ্ছে এঁদের সকলের সনিষ্ঠ শুভ উদ্যোগে।
আসি আসি করে শীত এসে গেল। দুপুরের খাওয়াটি মিটিয়ে রোদে পিঠ দিয়ে যেমন গল্পের বই বা পত্রিকার পাতা উলটোত আমাদের মা-কাকিমা-মাসিমারা, ছুটির দিনে বাবা-কাকা-দাদারাও, সেভাবেই আমরাও চলুন, “চিলেকোঠা” গ্রুপে উঁকি মারি, “চিলেকোঠা ওয়েবজিন”-এর পর্দা খুলি, ডানায় শীতের মৃদু রোদ মেখে। হ্যাঁ, ডানা, এই নেট দুনিয়া তো আমাদের ডানা দিয়েছে ওড়বার, মনের খুশিতে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন