ভ্রমণ – প্রসেনজিত ঘোষ

সপ্তাহ-শেষের ভ্রমণ পুরুলিয়া
বড়ন্তি, জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট

তথ্যঃ Google.com
ছবিঃ প্রসেনজিত ঘোষ

বড়ন্তি

পুরুলিয়ার একরত্তি গ্রাম জয়চণ্ডী পাহাড় থেকে ২১ কিলোমিটার দূরে শান্তসবুজ বড়ন্তি পাশ দিয়ে কুলকুল বইছে বড়ন্তি নদী লাল মাটি আর চারদিকে শাল, সেগুন, শিশু, মহুয়া, পলাশ গাছের জঙ্গল খরগোশ, হরিণ, শিয়ালের বাসভূমি এই জঙ্গল সকালে ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে ঋতু ভেদে বড়ন্তির রূপ বদলায় বর্ষায় ঘন সবুজ বেশ, আর বসন্তে পলাশ ফুলের ভিড়ে লালে লাল হয়ে যায় বড়ন্তি এখানে রয়েছে রামচন্দ্রপুর জলাধার সাঁঝবেলায় জ্যোৎস্না পড়ে সেই জল থেকে যেন বিচ্ছুরিত হয় রুপোলি আভা সঙ্গে তিরতিরে বাতাস এক কথায়, রোমান্টিক পরিবেশ নিরালা পরিবেশ বড়ন্তির অতিরিক্ত পাওনা


জয়চণ্ডী পাহাড়

পুরুলিয়া জেলার আদ্রা ও রঘুনাথপুর শহরের মধ্যবর্তী স্থলে অবস্থিত জয়চণ্ডী পাহাড় এই পাহাড়ের টানে প্রতি বছর এখানে আসেন বহু মানুষ শীতের সময় পর্বতারোহীরা ভিড় করেন পাহাড়ের কোলে এখানে ক্যাম্প করে, চলে পর্বতারোহন প্রশিক্ষণ পাহাড়ের ওপরে আছে চণ্ডী মায়ের মন্দির ভেষজ উপাদানে পূর্ণ জয়চণ্ডী ঋতু বদলে গেলে প্রকৃতিও রঙ বদলে নেয় নিজে নিজেই সেজে রাঙায় নিজেকে ধর্মপ্রাণ মানুষের আনাগোনাও নেহাত কম নয় ৭০০ কোটি বছর আগে তৈরি আগ্নেয় শিলার এই দেশে প্রাচীন চণ্ডী মন্দির, বর্গী হামলার সময় তৎকালীন মানুষের তৈরি ওয়াচ টাওয়ার দাঁড়িয়ে এখনো সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে’-র বেশ কিছু দৃশ্যের শ্যুটিং হয়েছিল এই জয়চণ্ডী পাহাড়ে



গড়পঞ্চকোট

নিসর্গ আর ইতিহাস একসঙ্গে বসত করে গড়পঞ্চকোটে পুরুলিয়া জেলায় গড়পঞ্চকোটের অবস্থান পাঞ্চেত পাহাড়ের পাদদেশে সবুজ চাদরে মোড়া জায়গাটি যত দূর চোখ যায় পাহাড় আর ঘন জঙ্গল সবুজ বনানী চিরে চলে গিয়েছে কালো পিচঢাকা রাস্তা দিনের বেলা জঙ্গলের গাছে-গাছে পাখির কলতান, রাতে অপার নৈঃশব্দ্য চাঁদের আলোয় উঁচুনীচু পাহাড়গুলি অদ্ভূত দেখায় গ্রীষ্মের চামড়া-পোড়ানো গরম ছাড়া বছরে যে কোনও সময় আসা যায় গড়পঞ্চকোটে বর্ষায় সবুজ পাহাড় ধুয়ে ছন্দে নেমে আসে জলধারা বসন্তেও গড়পঞ্চকোটের রূপ একমেবাদ্বিতীয়ম গড়পঞ্চকোটে কিছু প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ রয়েছে বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দিরের ধাঁচে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল পঞ্চরত্ন মন্দিরটি এটি গড়পঞ্চকোটের অন্যতম দ্রষ্টব্য


 
 


4 মতামত:

  1. বেশ লাগলো পুরুলিয়া ভ্রমণ করতে... সঙ্গে অপূর্ব ছবি । শুভেচ্ছা রইলো :)

    উত্তরমুছুন
  2. Aro ache...asol jayga to Ayodhya pahar. Sekhane royeche duti sundor jhorna are pakh pakhali. A chara deaulghata r mandir ache Arsha elakay, sekhane sundor sundor mandir ache jegulo purono sthpotya er nidorshon.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Beranor kono asol/nokol jayga hoy bole mani na.. Aamay khoma korben. Protyekta jaygar e alada gurutto thake. Apnar ullekh kora jayga gulor tothyo o chobi webzine a pathan.

      মুছুন