হিসেব করতে বসবো না বিলকুল
ইন্দিরা দাশ
যেই রাস্তাটা নেইনি সেদিন বেছে
যেই চাকরিটা প্রায় হাতে আসছিল
যে পরীক্ষাতে পাশ-হয়ে উঠল না
এক নম্বর দূরে যে লটারিটা ছুঁয়ে গেল।
যেই কবিতাটা উড়ে গেল পাখা মেলে
যেই কথাগুলো বলি বলি করে ভুলি
শীতে যে কুকুরছানাটাকে রোজ দেখে
গলিতে ভেবেছি কতদিন নিয়ে চলি।
কোন সে পথের মোড়টা ঘুরলে পরেই
মৃত্যু দাঁড়িয়ে রয়েছে কি কালো সাজে
পাঁচটি মিনিট আগেতে পৌঁছে গেলে
কখনও কি কারও লাগতাম কোনও কাজে!
কোনও বন্ধুকে দিলে পিছুডাকখানা
হয়ত বা আজও হাতটা থাকত ধরা
না ভেবেচিন্তে “ভালোবাসি” বলে দিলে
পাশাপাশি কারও জায়গা থাকতো করা।
এমন অনেক ভাবনা আমরা যাদের
দু’হাতে সরিয়ে বলি যে “আব্বুলিশ”
তবু, বেছে নেওয়া কিছু, অথবা না-বাছা পথ
কখনও সখনও কানে করে ফিসফিস
আগেতে পেছনে কী যে কাকে টেনে রাখে
সে মুহূর্ততে দাঁড়িয়ে ঠিক বা ভুল
ভেবেছি যেমনই, ভাবনা আমারই ছিল
তাই হিসেব করতে বসবো না বিলকুল।
ইন্দিরা দাশ
যেই রাস্তাটা নেইনি সেদিন বেছে
যেই চাকরিটা প্রায় হাতে আসছিল
যে পরীক্ষাতে পাশ-হয়ে উঠল না
এক নম্বর দূরে যে লটারিটা ছুঁয়ে গেল।
যেই কবিতাটা উড়ে গেল পাখা মেলে
যেই কথাগুলো বলি বলি করে ভুলি
শীতে যে কুকুরছানাটাকে রোজ দেখে
গলিতে ভেবেছি কতদিন নিয়ে চলি।
কোন সে পথের মোড়টা ঘুরলে পরেই
মৃত্যু দাঁড়িয়ে রয়েছে কি কালো সাজে
পাঁচটি মিনিট আগেতে পৌঁছে গেলে
কখনও কি কারও লাগতাম কোনও কাজে!
কোনও বন্ধুকে দিলে পিছুডাকখানা
হয়ত বা আজও হাতটা থাকত ধরা
না ভেবেচিন্তে “ভালোবাসি” বলে দিলে
পাশাপাশি কারও জায়গা থাকতো করা।
এমন অনেক ভাবনা আমরা যাদের
দু’হাতে সরিয়ে বলি যে “আব্বুলিশ”
তবু, বেছে নেওয়া কিছু, অথবা না-বাছা পথ
কখনও সখনও কানে করে ফিসফিস
আগেতে পেছনে কী যে কাকে টেনে রাখে
সে মুহূর্ততে দাঁড়িয়ে ঠিক বা ভুল
ভেবেছি যেমনই, ভাবনা আমারই ছিল
তাই হিসেব করতে বসবো না বিলকুল।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন