বৃদ্ধাশ্রম
সৌভিক দে (শুভ)
সৌভিক দে (শুভ)
শিক্ষিকার কাজ করতাম
তাও বছর আটেক আগে,
আজ আমি বৃদ্ধা
তাই বৃদ্ধাশ্রমে,
ভালই আছি আজ, কিন্তু
তোমরা পাঠাবে না তো
বাবা–মাকে, বৃদ্ধাশ্রমে?
বাবা লেখাপড়া শিখিয়েছেনদেশের কাজের জন্যে,আমি শুধু রোজগারই করেছিতাই বৃদ্ধাশ্রমে,ভালই আছি আজ, কিন্তুতোমরা পাঠাবে না তোবাবা–মাকে, বৃদ্ধাশ্রমে?
কত গরিব মানুষ অবহেলিত
শিক্ষার অন্ধকারে,
প্রতিদানে আজ আমি
এই বৃদ্ধাশ্রমে,
ভালই আছি আজ, কিন্তু
তোমরা পাঠাবে না তো
বাবা–মাকে, বৃদ্ধাশ্রমে?
বদ্ধ ঘরের ভেতরকরেছি শিক্ষার প্রচার,পারিনি আলোর দিশা দিতেতাই বৃদ্ধাশ্রমে,ভালই আছি আজ, কিন্তুতোমরা পাঠাবে না তোবাবা–মাকে, বৃদ্ধাশ্রমে?
তোমরা তো ভাল ছেলে-মেয়ে
পারবে না পৌঁছে দিতে আলো,
প্রত্যেকের ঘরে ঘরে
সমস্ত বৃদ্ধাশ্রমে।
ভালই আছি আজ, কিন্তু
তোমরা পাঠাবে না তো
বাবা–মাকে, বৃদ্ধাশ্রমে?
ভালো লাগলো ; তবে এই লেখা তখনই সার্থক হবে যদি আমরা সকলে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না বলে অঙ্গীকারবদ্ধ হই ...
উত্তরমুছুনAami TC sathe sahamot.
উত্তরমুছুন