শুভ সূচনা
তনুশ্রী চক্রবর্তী
তনুশ্রী চক্রবর্তী
আবেগ অনুভূতির মিশ্র সফর চলতে থাকে , রাঙামাটির পথে নতুন সূর্যকিরণের মতো ।
ক্ষয়ে যাওয়া সময় পিছন ফিরে দেখে বালুচরে লাল কাঁকড়ার বিশ্রামের এক দলবদ্ধ প্রয়াস। মুচকি হেসে সূর্য ছুটে চলে বল্গা হরিণের মত লক্ষ্য স্থির রেখে। এক অজানা আশঙ্কায় ম্রিয়মাণ হয়ে যায় আশার ফল্গু ...
ভরসার হাত ধরে বারবার সে উঠে দাঁড়াতে চায় এক দুর্নিবার প্রচেষ্টায়। অকালবর্ষণে ক্লান্ত অভিজ্ঞতা মুহুর্মুহু কেঁপে ওঠে দিকচক্রবালের ঋণাত্বক আবেশে। বহমান গঙ্গা তার পবিত্রতা অক্ষুণ্ণ রেখে গ্রহণ করে তার সমস্ত মালিন্য ; পরম শ্রদ্ধায় বাসনা পুনরুজ্জীবিত হয় , হয়তো নতুন দিনের সূচনায় পুণ্য গায়ত্রী মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। সপ্ত ঋষির আশীর্বাদে মুখর হয় প্রাণোচ্ছল আবেশ । সমস্ত ধোঁয়াশা আশার বারুদে চকচক করে ওঠে , জয়গান বেজে ওঠে বীণাপাণির বীণার ঝংকারে – জলরাশি নব উদ্যমে এগিয়ে আসে বোল্ডারে আল্পনা আঁকতে , প্রাণোচ্ছলতা জেগে ওঠে নব তারুণ্যে ঝিনুকের বুকে শুক্তির সন্ধান পাবে বলেই ...
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন