ত্বকের
উজ্জ্বলতা
মিলি মুখার্জী
মসৃণতা।
এক চিমটে জাফরান, কাঁচা দুধে মিশিয়ে মুখে লাগান প্রত্যেক দিন। পনেরো দিন পরে নিজেই পরখ করতে পারবেন নিজের ত্বকের উজ্জ্বলতা।
এক চা-চামচ লাল মুসুর ডাল সারা রাত কাঁচা দুধে ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে মুখে ও গলায় মাখুন। কুড়ি মিনিট পরে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল লাগবে। পনেরো দিন পরে নিজেই পরখ করতে পারবেন নিজের ত্বকের উজ্জ্বলতা।
মিলি মুখার্জী
মসৃণতা।
এক চিমটে জাফরান, কাঁচা দুধে মিশিয়ে মুখে লাগান প্রত্যেক দিন। পনেরো দিন পরে নিজেই পরখ করতে পারবেন নিজের ত্বকের উজ্জ্বলতা।
এক চা-চামচ লাল মুসুর ডাল সারা রাত কাঁচা দুধে ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে মুখে ও গলায় মাখুন। কুড়ি মিনিট পরে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল লাগবে। পনেরো দিন পরে নিজেই পরখ করতে পারবেন নিজের ত্বকের উজ্জ্বলতা।
বাহহ
উত্তরমুছুনPurushrao Ki eki paddhoti onusaron korbe?
উত্তরমুছুন