কবিতা - গৌতম সেন


বলা না-বলা কথা
গৌতম সেন

১.
যেদিন ঢেউ ওঠা স্তব্ধ হয়ে যাবে সাগরের বুকে
যেদিন পাখিরা মন খারাপ করে বন্ধ রাখবে তাদের কলকাকলি
যেদিন সূর্যোদয়ের বেলা কুয়াশা কিম্বা ঘন কালো মেঘ
ঢেকে রাখবে প্রত্যুষের কুসুম-আবীর রঙ -
সেদিন মুখ ফুটে বলা হবে না তো আমার মনের কথা,
ভালবাসাকেও ওরা ঢেকে দেবে অভেদ্য কুহেলিকা অন্তরালে

২.
ঈশ্বর নিরাকার ভক্তরা দলে দলে বিভক্ত
কেউ তাঁরে সাকার, সালঙ্কারা সাজায়,
নিজ নিজ সুখ-দুঃখ নিয়ে দর-দস্তুর করে
কেউ বা ব্রহ্মজ্ঞানে তাঁর উপাসনা করে
বাকি দল নির্বিকার থাকে ঈশ্বর বা ধর্মে
বিশ্বাস নেই তাদের - তাই ভয়ও নেই, ভক্তিও নেই

এবার আমি বলি - আমি কোন দলে
সে আমার বন্ধু বিশ্বাস আছে যতক্ষণ বন্ধুত্ব আছে ততক্ষণ
বন্ধুরাও তো মাঝেসাঝে বিশ্বাসভঙ্গের কাজ করে ঈশ্বরও করেন
বন্ধুরা মার্জনা পায়, বন্ধুত্বের ভিত অটুট রাখতে,
ঈশ্বর তুমিও ক্ষমার অযোগ্য নয় বিশ্বাস অটুট রাখতে দাও


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন