কবিতা - লক্ষ্মীটেরা



কথা দিলে, তবু কথা রাখলে না
লক্ষ্মীটেরা

কেন তুমি ইচ্ছে করে অসহায় হতে চাও --
গঙ্গায় ভেসে যাওয়া কাপাস তুলোকে
আরো দূরে ঠেলে দাও
মুক্ত সহযাতনার রাতে প্রতীক্ষা যখন ছোঁয়
বাড়াই যে হাত তোমার কাছে,
তুমি কথা দিলে টানবে কাছে,
তবু কথা রাখলে না......

শব্দের পাহারায় কাটাই সারারাত--
আহাম্মক ট্রাফিকের মতো,
প্রতিশ্রুতি ছড়ানো অমানবিক শহরে
সবই বলেছিলাম তোমায় নির্লজ্জের মতো
কুহকনাভীর জ্বালায় কেটেছে সারারাত--
ঘর থেকে বহুদূরে তুমি হাত বাড়ালে না
কথা দিলে, তবু কথা রাখলে না......

মনেতে প্রতিষ্ঠা করা বেশরম মন্দিরে
দেউড়িতে রাত্রির চোখে চোখ রেখে
পরজীবী পিপাসু শরীর,
কথা দিয়েছিলে, ভুল বুঝবে না
মনটাকে উষ্ম পশমে ঢেকে,
বলেছিলাম সব অকপটে
অনেক আকুতির পরেও মুখ ফেরালে না
কথা দিয়েছিলে, তবু কথা রাখলে না......


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন