জয় ভট্টাচার্য
কাঁপা কাঁপা দুর্ভাগ্য, আর অগ্নি-অস্পৃশ্যতা পাশ কাটিয়ে এক জীবন পথ !
সকলের জোটে না।
মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আর অক্সিজেন নামক বায়বীয় মিলিয়ে গেছে হয়তো এই ভাবেই।
যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, সেখানে মানুষের সৃষ্টি ঈশ্বরও নেই।
সেখানে জরাজীর্ণ পরিত্যক্ত মসজিদ নেই, মন্দির নেই, চার্চ নেই...
মাটিতে রক্তের দাগ নেই, ধর্মের দুর্গন্ধ নেই !
আছে মুক্তির আনন্দ....
পৃথিবী আবারও একদিন ঈশ্বরমুক্ত হবে-
দেখে নিয়ো
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন