সম্পাদকীয় - জানুয়ারী ২০১৫





চিলেকোঠা ওয়েবজিনের পক্ষ থেকে সবাইকে নতুন ইংরাজি বছরের প্রচুর শুভেচ্ছা ও প্রীতি। ভালো থাকুন সকলে।

পেশোয়ারের ইশকুলে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যালীলা আমাদের আমূল নাড়িয়ে দেয়। সব পথের শেষে কি এবার শৈশব-কৈশোর নিধন! এ কেমন মতবাদ? এ কেমন দর্শন? এ কেমন আদর্শ? অসীম ঘৃণা ও ধিক্কার...

আসুন, এক মিনিট নীরবতা পালন করে সম্মিলিত প্রতিবাদ জানাই এই বর্বরতার।







0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন