কবিতা - দেবাশীষ সেন


আর্তনাদ
দেবাশীষ সেন




ফাটল ধরা এ প্রাচীন বুকে
দুঃখ আমার এলোকেশী,
জোড়াতালি দেওয়া রঙিন সুখে
স্বপ্ন কেবল সর্বনাশী

চিহ্নহারা সব নীরব রাতে
কষ্ট আমার শিশিরকণা,
ভাঙা আয়নার ছবির সাথে
অনেক দিনের চেনাশোনা

শুকিয়ে আসা চোখের জলে
ব্যথা আমার অশরীরী,
মরে থাকা বাঁচার ছলে
জীবনেরই গল্প করি


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন