কবিতা - তনুশ্রী চক্রবর্তী


দীর্ঘশ্বাস
তনুশ্রী চক্রবর্তী




ভুলতে পারি না এতটুকু ক্ষত, ভুলতে পারি না শোক
দিকে দিকে কতো ঝরে গেলো কুঁড়ি, স্তব্ধ বিশ্বলোক!
নই আমি আজ হিন্দু কিংবা জৈন, পার্শি, শিখ
ভুলে গেছি আজ যত ভেদাভেদ সীমাহীন শত ধিক
বর্বর নাকি বিশেষণ পাবে! ভুলে যাস ব্যকরণ,
কত শৈশব কেড়ে নিল গুলি, মৃত্যুর শিহরণ!
কোন অপরাধে কফিনবন্দী স্কুলপড়ুয়ার দল
মাবলে তারা ডেকেছিল শুধু, এ-ই তার ফলাফল?
এনে দাও তুমি সেই স্পন্দন কালকে যেমন ছিল,
দরজাটা খোলা হাট পড়ে আছে, রুকসানা বুঝি এলো ...


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন