বিধ্বস্ত বঙ্গভূমি
গৌতম সেন
গৌতম সেন
নোনা ধরেছে। বেশ মালুম দিচ্ছে ভিতের মাটিতে নোনা,
ভিত্তিস্তম্ভের ইটগুলোতেও লবণাক্ত ক্ষয়ের চিহ্ন স্পষ্ট,
কদর্য ছোপ লাগা খসে খসে পড়া পলেস্তারা।
সিদ্ধির সরবতে তামার পয়সা ঘুলিয়ে নিয়ে নেশাটা জবরদস্ত হয়েছে-
এই পোড়া বাংলায়।
আফিমের ক্ষেতে জৈব সার পড়েছে রাজনীতির।
এখানে আমরা-ওরার নেশায় নিত্যি জমে ওঠে
তরজা, কাওয়ালি, কাজিয়া।
বন্ধ সব দরজা, উন্নতির সোপানগুলো সাজানো খন্ডহর।
কোন রাজনীতি রাজ্যে এনেছে মঙ্গল
হিসেব নিকেশ করে রবি থেকে শনি, শনি থেকে সোম।
চেতনার রোমকূপে ক্লেদাক্ত স্বপ্ন বদল শুধু
রক্তে মিশিয়ে দেয় রঙিন নেশা –
ভিন্ন ভিন্ন ইজম্ এর প্রতি ভালবাসা।
সব কিছু দেখে আমি আজ প্রবল অরাজনৈতিক –
রাজনীতির ধড়িবাজ নীতি জন্ম দেয় ঘৃণা আর উদাসীনতা,
পিছনে তাকালে দৃশ্য সব মোটামুটি এক, যা দৃশ্যমান
আজ, কাল, আগামীতে। ভোটের নামে সব একজোট
লক্ষ্যে মসনদ, ক্ষমতার অলিগলিতে ঠাসা গিজগিজে ভিড়।
যুক্তি, তর্ক, গপপো আমাকে আমারই শব্দাস্ত্রে যদি করো ঘায়েল,
অপ্রিয় বানাও যদি তাও বলব একজন, কেবল একজন নিশ্চয় পাব সাথে
অকর্মণ্য রাজনীতির কাছে না বিকিয়ে যাওয়া। তাকে পাশে নিয়ে
উচ্চকণ্ঠে পাঠ করে যাব এই কটা মনের কথা; যদিও জানি
লাটে উঠে যাবে সংকীর্ণ রাজনীতির ভূস্বর্গ আমার এ জন্মরাজ্য – বঙ্গভূমি।
Byatha r jayga...
উত্তরমুছুনki sundor...
উত্তরমুছুন