সবই প্রয়োজনে! সায়ন দে
এসেছি আমি তোমাদের মাঝে
এই যে পড়েছি মনে,
এই যে পড়েছি মনে,
সবই প্রয়োজনে! বন্ধু সবই প্রয়োজনে!
দেখছি শিখছি নীরবে থাকছি
এই যে উন্মাদনে...
সবই প্রয়োজনে! বন্ধু সবই প্রয়োজনে!
সম্পর্কের সুতিকা জুড়েছি,
বেসেছি ভাল এত,
একটু সুখের খোঁজই তো করেছি
ভেবেছি, কষ্ট পাবো না তো?
আপন-পরের বিভেদ গড়েছি
স্বস্তির সন্ধানে...
সবই প্রয়োজনে! বন্ধু সবই প্রয়োজনে!
সৃষ্টি করেছি, ধ্বংস সয়েছি,
বহু মানুষের হিতে,
কখনো আমরা আওয়াজ তুলেছি
যুগের বিপরীতে।
এ সবের গভীরে হাতড়ালে বুঝি
কেন মেতেছি অন্বেষণে...
সবই প্রয়োজনে! বন্ধু সবই প্রয়োজনে!
প্রয়োজন বড় আঠালো বস্তু
ছাড়তে চায় না মোটে,
কেউ নিজের তো, কেউ পরের জন্য
প্রয়োজনেই ছোটে।
পাওয়ার আশাই বাঁচিয়ে রাখে, তাগিদ জাগায় মনে
সবই প্রয়োজনে বন্ধু, সবই প্রয়োজনে!
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন