কবিতা - কাশীনাথ গুইন



ভাবনা
কাশীনাথ গুইন


ভাবনারা আজ ছুটির মেজাজে
থেমে আছি তাই নিজের খেয়ালে
যেও তাই মন যদি চায়
অন্য কোথা অন্য কোনখানে
আজ বোঝা যাবে-
এসেছিলে কী নিয়ে
মনের সুখ নাকি
দেহজ তাগিদে
জানি কত গুণী ছিলে
এও জান তা
হারিয়েছ নিজ দোষে
পার যদি যেও এ দিন ভুলে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন