রূপচর্চা - মিলি মুখার্জি



ত্বকের যত্ন
মিলি মুখা
র্জি

শীতকালে ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরু
রি। এই সময়ে বাতাসের আর্দ্রতা ক্রমশ কমতে থাকে, ত্বক হয়ে ওঠে শুষ্ক, তাই শীত পড়তেই ত্বকের বিশেষ যত্ন নিতে শুরু করুন। কিছু টিপসঃ

১) শীতে আমাদের পা ফাটে
খুব, তাই রোজ গরম জলে পা চুবিয়ে ভাল করে সাবান দিয়ে পরিষ্কার করুন পাবোরোলিন গরম করে পায়ের গোড়াতে দিন।

২) রোজ রাতে শোওয়ার আগে হাত গরম জলে চুবিয়ে পাতি-লেবু দিয়ে ভাল করে ঘ
ষুন, এর পরে হাত ধুয়ে বোরোলিন ভাল করে লাগিয়ে ঘুমোতে যান।

৩) রোজ স্নান করুন হাল্কা গরম জল দিয়ে।

৪) এই সময়ে আমাদের ত্বকের ময়েশ্চার কমে যায়
, তাই স্নানের আধ ঘন্টা আগে গায়ে ভাল করে যে কোনবডি অয়েল লাগিয়ে নিন।

৫) সপ্তাহে দুদিন বডি স্ক্র্যাবার ব্যাবহার করুন
। স্ক্র্যাবার বানিয়ে নিন এইভাবেঃ দুই বড় চামচ বেসন + এক বড় চামচ মুসুরডাল গুঁড়ো + আধা চামচ হলুদ গুঁড়ো + এক বড় চামচ বডি অয়েল + টক দই পরিমামত

৬) সপ্তাহে দুদিন মুখে
ক্রিম ম্যাসাজ করুন।

৭) সপ্তাহে একদিন ক্রীম ম্যাসাজের পর প্যাক লাগান
। প্যাক বানিয়ে নিন এইগুলো দিয়েঃ এক বড় চামচ মুলতানি মাটি + আধা চামচ চন্দন গুঁড়ো + আধা চামচ মধু + গোলাপ জল পরিমামত

২০ মিনিট লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে ফে
লবেন।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন