কবিতা - মহুয়া ব্যানার্জি


পাগলা বিশু মহুয়া ব্যানার্জি


রাম বলি, শ্যাম শোনে, সদা খিটখিটে
সোজা কথা বললেই তেড়ে মেরে ওঠে
নামটি শুধালে তারে, সে ডান্ডা দেখায়
একে তাকে ধরে ধরে, বিনয় সে সেখায়,
লোকে তারে বলে শুনি পাগলা বিশু ,
পাগল সে ছিল না তো, যখন সে শিশু,
কাঠফাটা গরমেতে হাঁকডাক করে,
কোথা আছিস তোরা সব, লেপ এনে দে রে,
কেউ ঢালে জল গায়, সাধ্যি কি বোঝা!
কেউ ডাকে বদ্যি, কেউ আনে ওঝা
এই শীতে আমি দেখো কাঁপি কেমন করে,
বেগতিক হাওয়া দেখে সব কেটে পড়ে,
আমি শুধু পড়ে আছি পাগলকে নিয়ে,
ছেলেবেলার বন্ধুত্ব ঘোচাবো কি দিয়ে?
শিশুকালে সে আমার প্রিয় সখা ছিল,
কি করে ছাড়ি তারে, তোমরাই বলো


1 মতামত: