আমাকে ছুঁতে হলে
দর্শনা বোস
দর্শনা বোস
আমাকে ছুঁতে হলে,
উপদ্রুত এলাকা থেকে
রক্তচোখের দোনলাটা আগে সরিয়ে রেখো।
আমাকে ছুঁতে হলে
অলকানন্দা মন্দাকিনীর
তীব্র ঘূর্ণি সংগমে দাঁড়িয়ে,
প্রসারিত দুই বাহুতে
সূর্যের সমস্ত উচ্ছ্বাসটুকু
আগলে রেখো বুকে।
আমার একটি মুহূর্তকেও ছুঁতে হলে,
বিষের দাঁতনখগুলি পুড়িয়ে ফেলে
সামনে এসে দাঁড়িও--
অন্য কোনও জন্মের ওপার থেকে,
কোনো বিশুদ্ধ প্রিজমের
প্রতিসৃত আলোয় ধোওয়া
নগ্ন অবয়বে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন