মন, তুই জংলা বাগানে তুলসীর গাছ লাগাইবি
মন, ঘর বাহিরে কোলাহলে নাম বিলাইবি।
খড়-কাঠে ঘর একখান হয়
তাতে পরান নামে কী যেন রয়
সেটা পিদিম হয়ে জ্বলতে থাকে
তয়, সেবার তেল জুগাইবি
তুলসীর গাছ লাগাইবি।
কোনখানে ঘরের মধ্যে ঘর বেঁধেছে
কে এক বুদ্ধি উপায় করে রেখেছে
যেমন আলোর থিকে আলো জ্বলে
সে আলো ফুরায় না দিব্যি
তুলসীর গাছ লাগাইবি ।
শোন, পুরাতন রাত্রি জ্বলে পিদিমখানা
ক্ষীণ হলে আর নেইকো মানা
কাঠ-খড় ঘর ধুলাই হবে
সে ধুলায় ফুল উগাইবি,
জংলা বাগানে তুলসীর গাছ লাগাইবি
ঘর বাহিরের কোলাহলে পিরীত বিলাইবি।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন