দহন রমা চোঙদার
চোখের পাতা খুলতেই
খোঁপাটা আলতো করে বেঁধে,
শাড়ির আঁচল ঠিক করে,
চোখের পাতা খুলতেই
খোঁপাটা আলতো করে বেঁধে,
শাড়ির আঁচল ঠিক করে,
সিঁথিতে পরিচয় পত্র লাগিয়ে,
সবার হাতে চায়ের
পেয়ালা ধরানো।
স্নান সেরে টুপটুপ জল ঝরা চুলে
সবার হাতে চায়ের
পেয়ালা ধরানো।
স্নান সেরে টুপটুপ জল ঝরা চুলে
ধূপের গন্ধের সাথে একাত্ম হয়ে যাওয়া।
তারপর রান্নাঘরে ঠুংঠাং আওয়াজে চুপ ডুব।
প্রতিটি চোখের প্রত্যাশা কানায় কানায় পূর্ণ
করতে করতে নিজের চোখের
কোণে কালি ঢেলে রাত্রির
কালো চাদরে যান্ত্রিক পুতুলের অবক্ষয়।
শূন্য দৃষ্টির আকাশে অবগাহন।
গভীর শ্বাসে সব অভিমান ফুৎকারে উড়িয়ে দিয়ে
এক মুঠো ভাতের
থালার কাছে অবহেলিত সত্তা বির্সজন।
এ যেন এক আহত গোলাপের আত্মকথন।
তারপর রান্নাঘরে ঠুংঠাং আওয়াজে চুপ ডুব।
প্রতিটি চোখের প্রত্যাশা কানায় কানায় পূর্ণ
করতে করতে নিজের চোখের
কোণে কালি ঢেলে রাত্রির
কালো চাদরে যান্ত্রিক পুতুলের অবক্ষয়।
শূন্য দৃষ্টির আকাশে অবগাহন।
গভীর শ্বাসে সব অভিমান ফুৎকারে উড়িয়ে দিয়ে
এক মুঠো ভাতের
থালার কাছে অবহেলিত সত্তা বির্সজন।
এ যেন এক আহত গোলাপের আত্মকথন।
Somoyochito....valo laglo
উত্তরমুছুনkhub valo laglo
উত্তরমুছুন