ভ্রমণকাহিনী - নূপুর বড়ুয়া

মনচাষা
নূপুর বড়ুয়া








২৪ শে ডিসেম্বর, ২০১৩। চার বন্ধু মিলে রওনা হলাম ‘মনচাষা’-র উদ্দেশ্যে। একটি গাড়ি ভাড়া করেছিলাম। সকাল ৮টা নাগাদ রওনা দিয়ে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে সোজা কালীনগর মোড়। তারপর ডানদিকে ঘুরে বেশ কিছুটা যাওয়ার পর মনচাষা । ধর্মতলা থেকে বাসে করেও যাওয়া যায় । বাসে গেলে কালীনগরে নামতে হবে। সেখান থেকে রিসর্টের গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে । সাড়ে তিন ঘন্টার পথ । মনচাষা তে গেলে মন ভাল হবেই ।





মন্দারমণি যাওয়ার পথে কালীনগর বলে একটি যায়গা আছে, সেখান থেকে ডান দিকে ঘুরে বেশ খানিকটা পথ পেরিয়ে পাঁউশি গ্রাম | এই গ্রামটির একধার দিয়ে বয়ে চলেছে বাগদা নদী | এই নদীর ধার ঘেঁষে মনচাষা | প্রকৃতির মনোরম পরিবেশ সকলের মন ভরিয়ে তুলবে



www.monchasha.com এই ওয়েবসাইটে গেলে বিশদ তথ্য পাওয়া যাবে ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন