উপসংহার
দেবাশিষ সেন
বিজন রাতের বিষণ্ণতা -
কোলাহল মাখা নীরবতা,
বুকের পাঁজরে কথকথা
ভবিষ্যতে অতীতের গল্পগাথা।
পথহারা একাকী পান্থ -
দিগ্বিদিক হয় দিক্ভ্রান্ত,
ভেজা মন পরিশ্রান্ত
জোয়ার ভাঁটা অবিশ্রান্ত।
লুকোচুরির আবেগ ছায়ে-
অভিমান গুটিগুটি পায়ে,
ক্ষণজন্মা সুখ বিলায়
কান্না হাসির আবছায়ায়।
শর্তবিহীন সব নিয়মজালে-
আষ্ঠেপৃষ্ঠে জড়ানো ভুলে,
নিঃস্ব ধ্বংস প্রতিপলে
শুন্যতা হাত বাড়ালে।
অমৃতাক্ষর শব্দের আভাসে-
অভিশাপ অনুভূতির আকাশে,
দগ্ধতার আলতো আবেশে
আত্মগ্লানি ক্ষয়িষ্ণু দীর্ঘশ্বাসে।
ধিকিধিকি জ্বলে চিতা-
জীবনে মরণ মিতা,
এক আঁজলা কৃপণতা
ভস্ম মাখা অপূণর্তা।
অনেক আবেগ ঢেলে দেবাশীষ সেন তাঁর 'উপসংহার' কবিতাটিকে সাজিয়েছেন । লেখাটি অনুভব করার,শুধু শব্দের চাতুরী বলে ভাবার কোন অবকাশ তিনি রাখেন নি এই লেখাটিতে ! অনুভূতি-নির্ভর কবিতাটি মনকে ছুঁয়ে গেল বেশ !
উত্তরমুছুন