অল্প শীতে কবিতার উৎসব
সুব্রত পাল
তোমাকে নিয়ে আরও অনেক,
অনেক কথা লেখা হবে
অঘ্রানে ধান কাটা হবে
নবান্নের ভুরি ভোজ হবে
অল্প শীতে কবিতার উৎসব হবে
খুব ভালোবাসার কবিতা
তোমাকে নিয়ে
দ্যাখো, আমরা সবাই দলছুট
আমরা সবাই প্রেমিক
তুমি আমাদের প্রেম দাও
সব্বার কিছু কিছু ইচ্ছে পূর্ণ করে দাও
সব্বার বাড়ানো হাত একটু ধরো
আমরা আরও অনেককিছু লিখি
তোমাকে নিয়ে
তারপর সুর হোক,
গান হোক হাসি হোক,
আনন্দ হোক
হৈ হৈ করে বন্ধুত্ব হোক সারারাত ধরে জমাটি আড্ডায়
দারুণ মজে যাওয়া হবে
তোমাকে নিয়ে
মি আমাদের সঙ্গে সঙ্গে থাকো
থাকো একেবারে চলার মুহূর্ত থেকে
তুমি আমাদের সামনে সামনে হাঁটো
আমরা একেবারে আচ্ছন্ন হয়ে যাই
আরও অনেক, অনেক স্বপ্ন দেখি
তোমাকে নিয়ে
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন