কবিতা - ঊষসী ভট্টাচার্য

প্রত্যাবর্তন
ঊষসী ভট্টাচার্য



তোমার গোল্ডফ্লেক এর চুমু
ঠোঁটের গহ্বরে
ধোঁয়া জড়ো করছে-
শেষ রাতে তুমি আমাকে
চিতায় জ্বেলেছ।

আমি তোমার রক্তে ডুবেছি
সৃষ্টির আদিতে !
আজ হাই সুগার তোমার।
আমার আঁচল সরিয়ে,
অমৃত এলিয়েছি তোমার অরণ্যে,
আমি ই ব্যাভিচারি হরিণী এখন ।

আজকাল নিমপাতাই
ডায়েট চার্ট তোমার,
আমি তাই
ডেড সার্টিফিকেটে !!


1 মতামত: