কবিতা - ইন্দিরা দাশ

মেঘলা রঙের কথা
ইন্দিরা দাশ



একটা কথা       একটু বুকে
চুপটি ছিল         দুখে সুখে,
বলব বলে         শিউলি ভোরে
একদিন ডাক     দিলাম তোরে।
যেইনা আমি      ঠোঁট নেড়েছি
বলব এবার       এই ভেবেছি
ওলটপালট        শব্দগুলো
বুকের তলায়     হারিয়ে গেল !
বাঁধল গলা        টুপ করে জল
চোখের থেকে    ভাবলি রে ছল,
টুকরো ব্যাথার   জায়গাখানা
খুঁজবিনা আর    আছে জানা।
আমরা এখন     কাছেই আছি
দুইজনেতে        একলা বাঁচি।
শব্দ ছকে          শুধুই মিছে
কথা সাজাই      কথার পিছে ।
মেঘলা রঙ এর  কথাগুলো
হারিয়ে গেলো
                  কোথায় গেলো...


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন