দুই-একটি শীত কথা
পিয়ালী মজুমদার
শীত ফিরবে না বলেছিল...
অথচ আজ সকাল থেকে দ্যাখো
চাদর সরে গেলে কেমন কেঁপে উঠছ তুমি !
চলে যাওয়া খুব সহজ সত্যি নয়
যেতে যেতে কেঁপে ওঠে ভুমি
কুয়াশারা পথ আটকায়...
চেনা ওম-এ হাঁপ ছাড়ে দুষিত শহর
শীত ও সম্ভাব্য শস্য আগলে
কেউ কেউ আবারও বাঁচতে চায় ।
পড়তে পড়তে এক সময় আমিও বলে ফেলি "কেউ কেউ আবারও বাঁচতে চায় ।"
উত্তরমুছুনDidi Opurbo Kotha Gulo Chondo Peye Purnota Peyeche Tomar Lekhay. Satyi Jakhon Ekaki Rater Aadhare Mishe Jay Sorir, Takhon Bujhte Pari "কেউ কেউ আবারও বাঁচতে চায় ।"
উত্তরমুছুনবাহ, কেউ কেউ আবার বাঁচতে চায়, অদ্ভুত সুন্দর একটা কথা, যেন মনের শিকড় ধরে টান দিলো।, ভালো লাগলো এই ছোট্ট অথচ প্রভাবশালী কবিতাটি।
উত্তরমুছুন