শব্দের নাম “ভালবাসা“
ঋত্বিক দাশ শর্মা
হৃদয়ের আশেপাশে কোন এক নালি দিয়ে
বার বার বয়ে যায় তরল ওই শব্দ...
মস্তিষ্কে প্রত্যাশিত কুলু কুলু আওয়াজ পাই শব্দের,
যদিও বহু বচনে দীর্ণ শব্দটি বয়ে যায় পচা নালা দিয়ে ...
তবু বাধ্য হই পান করতে,
আমি যে তার জন্য জন্মপিপাসার্ত !
আগে থেকে আঁচ করা দুঃসাধ্য ...
কখন যে কবে কোথায় ভেসে যাবে মন সুনামির মত !
আবহবিদের মতো তবু মাঝে মাঝেই প্রচারিত হয় কানে...
আবারো বাজবে কখনো কোথাও সেই “খবর” ...
“আমি তোমাকে ভালবাসি” ।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন