পদ্য-প্রেম
বাবুই
আমার সারাবেলার সঙ্গী হবি তুই?
কাটুক না আমার সকল দুপুর তোকে ভেবেই ||
পাখির দল ফিরবে যখন গোধূলিবেলায়,
বাড়িয়ে দুহাত ডাকবি তখন একটু আমায় ||
নাহয় প্রথমে মতের অমিলে করব খেলা,
একে একে গাঁথবো শেষে শব্দমালা ||
যেমন-ই হোক রাখবো তুলে যত্ন করে,
ঠিক যেমন বাঁধবি আমায় বাহুডোরে ||
আদর করে নাম দেব তোর শেষ ঠিকানায় ,
সবাই তোকে চিনবে শেষে আমার লেখায় ||
Ek Kothay Darun, Suparb. Satyi To Jara Lekhe, Se Kobitai Hok Ba Galpo. Lekhok Ba Kobi Tara To Tader Moner Sei Sristir Modhei Dube Thake Protita Samoye, Protita Muhurtye............... :)
উত্তরমুছুন