কবিতা - সুবীর বোস

ব্যালকনিতে চুড়ির শব্দে
সুবীর বোস



কুয়াশা যে মই পেয়েছে, প্রাণখোলা মই –
বাড়িওয়ালী জানে না তা। আর জানালা - সেও কি জানে
ব্যালকনিতে চুড়ির শব্দে কেমন করে ভিজছে সকাল
লুকোচুরির এই খেলাতে? ইজারাদার সে এক কোকিল
চৌকাঠে তার বালিশ রেখে পাত পেড়ে খায় নীল কুয়াশা,
চতুর্দিকে কুয়াশা আর আবছায়া রঙ –
সেই আড়ালেই পাত পেড়ে খায় সে এক কোকিল!
কুয়াশা তো মই পেয়েছে - ব্যালকনিতে চুড়ির শব্দে
ইজারাদার একটি কোকিল যেমন খুশি তাই ভিজে যায় আবছায়াতে
বাড়িওয়ালী জানে না তা - আর জানালা সেও কি জানে!


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল১০ ডিসেম্বর, ২০১৩ এ ৫:৩৮ PM


    সুবীর বোসের কবিতা 'ব্যালকনিতে চুড়ির শব্দে' পড়লাম। কবিতাটিতে কল্পনার বিস্তার চমকপ্রদ ,কিছুটা ব্যতিক্রমী ধারায় স্বচ্ছন্দে বহমান ! কবিতার ছন্দটি বেশ মনোরম,আবৃত্তি করায় সুখ আছে বেশ,করে দেখলাম !
    তাঁর কলমের থেকে, আরো আসুক এমন লেখা, আমাদের এই ওয়েবজিনে !

    উত্তরমুছুন