কবিতা - রানী সিনহা

সময়
রানী সিনহা


স্যাত স্যাতে এক ঘরে থাকতো
ছোটো পরিবার ।
থাকতো নিয়ে নিজের ঘরে ,
সুখ দুঃখ আর ভালবাসার ।
বন্যা এসে ভাসিয়ে দিল
ওদের সুখের ঘর,
সুখ দুঃখ মিলে মিশে
হলো অন্য ঘর...।
ভালবাসা পারলো না আর
রাখতে নিজের ঘরখানি,
তবু ভাবে থাকিনা এখানে দেখিনা একটুখনি ।
জলের তোড়ে আর পারেনা ভালবাসার মন,
ভালবাসার ঘর ছেড়ে ওরা দাঁড়ায় একটু ক্ষণ ।
বাচাঁর জন্য ডাকে ওরা সবাইকে যখন,
কেউ তাদের ডাক শোনেনা
ফিরে তাকায় না তখন ।
এমন সময় আসে একজন
বলে চলো আমার সাথে,
যা কিছু আছে তোমার
সঙ্গে নিয়ে নিজের কাছে...।
আনন্দে সে ভুলে গেল
জানতে তার নাম ।
অজানা সে জানিয়ে দিল
ঐ তো হলো “সময়”
সেই তো এসে চিনিয়ে দিল
“ভালবাসা” তোমায় ।।


1 মতামত: