প্রেমের কবিতা
শঙ্কর বন্দ্যোপাধ্যায়
এই, তুই ফুল হবি নারী ?
আমি তবে মরে যেতে পারি ।
এই, তুই রোদ হবি মেয়ে ?
ঘুমোবোনা তোর পথ চেয়ে।
এই, তুই পাখি হবি নাকি ?এই খুকি, বৃষ্টি হয়ে ঝর,
মেখে নিই মাটির আতর।
হবি নাকি ঢেউয়ের উচ্ছ্বাস ?
ভেসে যাব যতদূর চাস।
তবে আমি নীড় বেঁধে রাখি।
হবি নাকি তুই সাদা পাতা ?
লিখে দেবো প্রেমের কবিতা।
যেই তুই হারাবি সজনী,তুই যেই নীল ডুরে শাড়ি,
আকাশকে বলে দেবো – আড়ি।
এই, তুই স্মৃতি হবি সখী ?
আমি তবে স্বপ্নে বেঁচে থাকি।
আমিও হারিয়ে যেতে জানি,
পাড়ি দিবি যেই তুই তারাদের দেশে,
আমিও ভাসাব নাও অজানা উদ্দেশে ।
EMON PREMIK EKHON PAOA KOTHIN, JAI BOLUN.....
উত্তরমুছুন