ব্যাণ্ডেজ
সৌরদীপ গুপ্ত
প্রতিদিন আজ-ও অনেক রাত্রে ফেরার
অনিচ্ছাদের সঙ্গে বসায় ঘর
ধারাবাহিকের নেশাদের মতো আলো
ভেজা ব্যাণ্ডেজ, মারপিট তারপর....
মারি আর মরি, দিন কেটে যায় তাও
রোজ রাত্তিরে মাতাল চোখেরা ডাকে
ট্রেন সিটি দেয়, সার্চলাইট-এর আলো
তোমাদের রাত আমার পাড়ায় থাকে...
থাকে তো সবাই, কেউ ধরে দেয় দিন
কেউ ধার দেয় হতাশ চোখের তারা
রাতের সস্তা অনুকরণের কপি
আরো সস্তায় বেচে দেয় চিনে পাড়া
বেচে দিক সব-ই, তবু রোজ সন্নিসি
শুনিয়ে যাবেন অবাধ্যতার বুলি
কি যে করা যায় খাবারের দাম বেশি
ব্যাণ্ডেজ ফুঁড়ে কখন গেছেন গুলি.....
CONTEMPORARY...(y)
উত্তরমুছুন