আমি চোখ বন্ধ করে মুখের সাথে কথা বলি চোখ খুললেই মুখোশ। মুখে আজ কুলুপ আঁটা মুখোশ কথা বলে বাতাস তাড়িত মোম শিখায় ছায়ারা পুড়ছে ছায়াভস্ম আঙুলে মেখে আঁকছি তাই নিজের মুখোশ।
শেখার রায়ের 'মুখোশের মুখ' কবিতাটি পড়লাম। ক'টি মাত্র পঙক্তিতে সাজানো কবিতাটি এই সময়ের সবচেয়ে বড়ো এক কথা বলে দিয়ে গেল । এই কালে মুখোসের সাথে মুখোসের কথা হয়,মুখ নেই কারো ! প্রশ্ন জাগে মনে,আমরা আজকাল নিজের মুখ কি নিজে চিনি ? কে জানে ! হয়তো চিনি,কিংবা চিনি না ! ভাবি না কোথায় চলেছি আমরা আজ !
দারুন ! খুব ভালো লাগলো।
উত্তরমুছুনশেখার রায়ের 'মুখোশের মুখ' কবিতাটি পড়লাম।
উত্তরমুছুনক'টি মাত্র পঙক্তিতে সাজানো কবিতাটি এই সময়ের সবচেয়ে বড়ো এক কথা বলে দিয়ে গেল ।
এই কালে মুখোসের সাথে মুখোসের কথা হয়,মুখ নেই কারো !
প্রশ্ন জাগে মনে,আমরা আজকাল নিজের মুখ কি নিজে চিনি ? কে জানে ! হয়তো চিনি,কিংবা চিনি না ! ভাবি না কোথায় চলেছি আমরা আজ !