শুভেচ্ছা রাখি
অদিতি সেন চট্টোপাধ্যায়
আমি দেখি তার দুটি চোখ
সে চোখে বিচ্ছুরিত আলো ।
যে মন জানে সূর্যালোক
সে মনে আঁধার ঘন কালো
কী ভাবে বাঁধতে পারে বাসা ?
কী ভাবে যে উড়ে যায় ঝড়ে
সত্য দিয়ে গড়া ঘর খাসা
এ চোখ সে গল্প পড়ে?
আমি দেখি চোখ দুটি তার
যে চোখে স্বপ্ন দূরগামী
পাখি তো মেলেছে ডানা তার
ডানায় শুভেচ্ছা রাখি আমি।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন