একটা মোমবাতি
সৌভিক দে (শুভ)
একটা মোমবাতি,
আলো দেখায়,
ফেলে আসা তোমার,
সেই রাতের অন্ধকার,
সেই আর্তনাদ।।
একটা মোমবাতি,
আলোর দিশায়,
পথ দেখায়,
সহবাগের মোড়ে,
আম-জনতার স্বাধীনতা।।
একটা মোমবাতি,
স্তব্ধ মিছিলে,
এগিয়ে চলে,
হাতে হাত ধরে,
অন্যায় প্রতিবাদে।।
একটা মোমবাতি,
আলোক রোশনাই,
ছোট্ট কুটিরে,
পড়ার অবলম্বন,
গরীব সন্তানের।।
একটা মোমবাতি,
অমাবস্যার আঁধারে,
হারানো পথের দিশায়,
খুঁজে নেওয়া আবার,
হারানো মানুষটিকে।।
একটা মোমবাতি,
গির্জার প্রার্থনা ঘরে,
মনের অগোচরে,
চেয়ে নেওয়া,
সুখের মুহূর্তরা।।
একটা মোমবাতি,
সকল অন্যায় ভুলে,
রাতের জল খাবারে,
সঙ্গ দিয়ে যায়,
শেষ ভালবাসায়।।
bah
উত্তরমুছুন:)
মুছুনভালো লাগলো, নতুন আঙ্গিকের কবিতা, বেশ সুন্দর।
উত্তরমুছুনধন্যবাদ দাদা।। :)
মুছুনআরও লেখ ভাই :)
মুছুনচেষ্টা করব দাদা।। :)
মুছুনমোমবাতির কত রূপ ... গভীর ভাবনা যে এই কবিতার স্রষ্টা ... তা উপলব্ধি করলাম । খুব ভাল লাগলো :) (y)
উত্তরমুছুনধন্যবাদ দিদি।। :)
মুছুন