কবিতা - দেবাশিস মিত্র

আমার নৌকা
দেবাশিস মিত্র



আকাশভাঙ্গা বৃষ্টি হচ্ছিলো...ঝিম ঝিম... ঝুপ ঝুপ...চারিদিকে শুধু জল আর জল...মনটা আমার নেচে উঠল ঠিক ছোটবেলার মতো... একটা কাগজের নৌকা বানালাম...তাতে তার নাম, ঠিকানা লিখে দিলাম...রাস্তার জমা জল আমার কাছে তো নদী...হোক না ছোট, তার যে গভীরতা অনেক...ভাসিয়ে দিয়ে বললাম “যা চলে যা তার কাছে যে আছে আমার পথ চেয়ে”...কাগজের নৌকা মুচকি হেসে, দুলকি চালে চলতে লাগলো...আমি আনন্দে আত্মহারা... হটাৎ জোরে বাতাস বইতে লাগলো...আমার নৌকা দুলতে লাগলো... আমি চিৎকার করে বললাম সাবধানে যাস... জানিনা সে শুনতে পেল কিনা... হারিয়ে গেল আমার চোখের থেকে...সেকি পারবে তার কাছে পৌঁছে দিতে আমার বারতা...বুকে একরাশ ব্যাথা নিয়ে বসে আছি...জানিনা তার কাছে পৌঁছতে পারল কিনা আমার ছোটো নৌকা...।।


1 মতামত: