কবিতা - শ্রীমন্ত শিকদার


নির্জন আরোহী
শ্রীমন্ত শিকদার



আলোকসন্ধানী ভোর,
তোমাকে ছুঁয়ে আছি উদ্দীপনার শেষ প্রহরে!
জ্যোৎস্নামাখা গাছপালা
কুয়াশার চোখে ঘুম
শারীরের সঙ্গে পা টিপে টিপে আমিও বাগানে এসেছি
তোমার কপালে একটি লাল সূর্য্য আনবো বলে!
তুমি কি এখন সাজগোজ করছ?
কেনাকাটা ?
বর্ষা যাই যাই করে এখন তো যায়নি,
আসি আসি করে তো আর আসা হয় নি!
সামনে আলো ঝলমল দুর্গা পূজো, আগমনীর আগমন –
কি নাম দেবো তোমার , বোধন, না বিসর্জন?
পূর্ণতাই তো পূর্ণমুখ গো, আলোকিত আকাশ,
ফুল গন্ধে ভরে সমুদ্র বাতাস –
একটাই নদী হয়, একটাই নৌকা,
উজানে যেতে হলে চাই
আরো কিছু নিষ্ঠা !! 



1 মতামত:

  1. একটাই নদী হয়, একটাই নৌকা,
    উজানে যেতে হলে চাই
    আরো কিছু নিষ্ঠা !!
    ...... সামান্য ক'টি শব্দবন্ধে কবি গভীর ভাবনাগুলি কী সহজেই না ধরেছেন ।

    উত্তরমুছুন